ভোটার আইডি কার্ড ঠিকানা পরিবর্তন করার নতুন পদ্ধতি
কর্মসংস্থান কিংবা এলাকা পরিবর্তন ও নারীদের বিয়ের কারণে ভোটার আইডি কার্ড ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়। কিংবা অনেক সময় আমাদের ভোটার আইডি কার্ডের ঠিকানা ভুল থাকে যেগুলো পরিবর্তন করে সঠিক ঠিকানা দেওয়ার প্রয়োজন হয়।
কেননা ভোটার আইডি কার্ড প্রত্যেকটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যদি আমাদের ভোটার আইডি কার্ডের কোন তথ্য ভুল থাকে, এগুলো সংশোধন করা না হয় তাহলে পরবর্তীতে ভোগান্তির শিকার হতে হয়।
আপনার ভোটার আইডি কার্ডের ঠিকানা ভুল থাকলে অথবা কোন কারণে ঠিকানা পরিবর্তন করতে চাইলে, বর্তমানে খুব সহজেই এটি পরিবর্তন করতে পারবেন। এই লেখাটির মাধ্যমে আপনারা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন লেখাটির মূল আলোচনা শুরু করি।
ভোটার আইডি কার্ড ঠিকানা পরিবর্তন
ভোটার স্থানান্তর ফরম ১৩ পূরণ করে উপজেলা Election Commission অফিসে জমা দেয়ার মাধ্যমে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন। অথবা nidw ওয়েবসাইটের মাধ্যমে ভোটার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন।
অনলাইন থেকে ভোটার আইডি কার্ড সংশোধন বা ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন প্রক্রিয়া একটু জটিল। এর জন্য প্রথমে nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট লগইন করতে হয়। তারপরে প্রোফাইলে প্রবেশ করে ঠিকানা অংশ থেকে “Edit” বাটনে ক্লিক করে ঠিকানা এডিট করতে হবে।
পরবর্তীতে মোবাইল ব্যাংকিং বিকাশ অথবা রকেটের মাধ্যমে ২৩০ টাকা সংশোধন ফি প্রদান করে, প্রয়োজনীয় ডকুমেন্টস এর স্ক্যান কপি আপলোড করে আবেদনটি সাবমিট করতে হবে।
অনলাইনের মাধ্যমে আপনারা পুরোপুরি ভাবে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারবেন না। পুরো ভোটার ঠিকানা পরিবর্তন করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনের অফিসে ভোটার স্থানান্তর ফরম ১৩ পূরণ করে জমা দিতে হবে।
অনলাইনের মাধ্যমে শুধুমাত্র বাসা / হোল্ডিং নাম্বার, পোস্ট অফিস এবং পোস্ট কোড পরিবর্তন করতে পারবেন। অনলাইনে ভোটার এলাকা, জেলা ও উপজেলা পরিবর্তনের সুযোগ নেই। তাই আমি সাজেস্ট করবো একটু কষ্ট করে হলেও ফরম পূরণের মাধ্যমে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করুন।
আপনারা খুব সহজ পদ্ধতিতে “ভোটার স্থানান্তর ফরম ১৩” পূরণ করে, ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্বাচন কমিশন অফিসে জমা দিয়ে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন বা সংশোধন করতে পারেন।
আপনাদের সুবিধার্থে আমরা এই দুটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। তার আগে চলুন জেনে নেই ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন।
আইডি কার্ডের ঠিকানা সংশোধনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
- বর্তমানে আপনার কাছে থাকা ভোটার আইডি কার্ড।
- যে এলাকায় স্থানান্তরিত হবেন সেখানের নাগরিক সনদপত্র।
- যেকোনো ইউটিলিটি বিলের কপি। (বিদ্যুৎ, গ্যাস, ইন্টারনেট, পানি ইত্যাদি)
- ভোটার স্থানান্তর ফরম ১৩ পূরণ করতে হবে।
- ফরম পূরণের পরে, ফরমে আপনাদের এলাকার চেয়ারম্যানের স্বাক্ষর ও সিল।
সাধারণত ভোটার আইডি কার্ডের ঠিকানা সংশোধন করতে উপরে উল্লেখিত ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়। এছাড়াও যদি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে অন্যান্য কোন ডকুমেন্টস চেয়ে থাকে তাহলে অবশ্যই সেগুলো সংগ্রহ করে জমা দিতে হবে।
নির্বাচন অফিস থেকে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন
সরাসরি নির্বাচন অফিস থেকে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য প্রথমে নিচে থাকা বাটনে ক্লিক করে “ভোটার স্থানান্তর ফরম ১৩ / Voter Migration Form 13” ডাউনলোড করে নিবেন। এবং এটিকে প্রিন্ট করে আনবেন।
যদি ডাউনলোড করতে না পারেন তাহলে সরাসরি নির্বাচন অফিস থেকে ফরমটি সংগ্রহ করতে পারেন। অথবা বাজারে থাকা কম্পিউটারের দোকান থেকে (ই-সেবা প্রদান করে এমন দোকান) ফরমটি সংগ্রহ করতে পারেন।
তারপরে যথাক্রমে সঠিক তথ্য দিয়ে ফরমটি পূরণ করতে হবে। কোথায় কি লিখবেন তা ফরমের মধ্যে স্পষ্ট ভাবে দেওয়া আছে। আপনারা ফরমের নির্দেশনা অনুযায়ী, এটি পূরণ করুন। তথ্য লেখার ক্ষেত্রে কোন ধরনের কাটাচিরা না করা শ্রেয়।
- আবেদনকারীর নাম।
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র নাম্বার।
- আবেদনকারীর জন্ম তারিখ। (ভোটার আইডি কার্ড অনুযায়ী)
- বর্তমান আইডি কার্ডের তালিকাভুক্তি সংক্রান্ত তথ্যাদি।
- যে এলাকায় স্থানান্তর হইতে ইচ্ছুক, ওই এলাকার তথ্যাদি।
- স্থানান্তরের কারণ।
- আবেদনকারী স্বাক্ষর।
- আবেদনকারীকে সনাক্তকারীর সাক্ষর তথা, চেয়ারম্যান এর স্বাক্ষর।
এই সকল তথ্যগুলো প্রদান করে Voter Migration Form 13 পূরণ করতে হবে। তারপরে ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো (আইডি কার্ডের কপি, ইউটিলিটি বিলের কপি, নাগরিক সনদ) সংযুক্ত করে নির্বাচন কমিশনের অফিসে জমা দিতে হবে।
পাশাপাশি নির্বাচন কমিশন অফিসে ভোটার আইডি কার্ড সংশোধন ফি ২৩০ টাকা প্রদান করতে হবে। ঠিকানা পরিবর্তনের আবেদনটি অনুমোদন হতে সাধারণত ৩০ থেকে ৬০ দিন সময় প্রয়োজন হয়।
অনলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন
অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে Bangladesh Election Commission (nidw) ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পূর্বে একাউন্ট করা থাকলে ভোটার আইডি কার্ড নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে একাউন্ট লগইন করবেন।
এবং নতুন একাউন্ট তৈরি করার জন্য “ভোটার আইডি কার্ড অনলাইন কপি” এই লেখাটি দেখুন। এই লেখাটিতে nidw অ্যাকাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। অ্যাকাউন্ট তৈরি করা হলে https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ক্লিক করুন।
- ভোটার আইডি কার্ড নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে nidw অ্যাকাউন্ট লগইন করুন।
- তারপরে প্রোফাইল অপশনে প্রবেশ করে “বিস্তারিত প্রোফাইল” বাটনে ক্লিক করুন।
- এখান থেকে ঠিকানা পেইজে গিয়ে “এডিট” বাটনে ক্লিক করুন।
- একটু নিচে এসে “স্থায়ী ঠিকানা” অপশনে থাকা ফরমটি পূরণ করুন, এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
- তারপরে সংশোধিত তথ্যগুলো দেখাবে, সব তথ্য সঠিক হলে পরবর্তী বাটনে ক্লিক করুন।
- তারপরে মোবাইল ব্যাংকিং বিকাশ এর মাধ্যমে সংশোধন ফি পরিশোধ করুন।
- পেমেন্ট সম্পন্ন হলে NIDW ওয়েবসাইটে এসে আবেদনের ধরন ও বিতরনের ধরন সিলেক্ট করে, প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোর স্ক্যান কপি আপলোড করুন।
- সবশেষে নিশ্চিত করুন বাটনে ক্লিক করে আবেদনটি সাবমিট করুন।
পরবর্তীতে নির্বাচন কমিশন আপনার প্রদত্ত তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করবে। সবকিছু ঠিক থাকলে ৩০ থেকে ৬০ দিনের মধ্যে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করে দেয়া হবে। ভোটার আইডি কার্ড সংশোধন সম্পন্ন হলে ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে কনফার্ম করা হবে।
পরবর্তীতে আপনারা অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। তবে যারা স্মার্ট কার্ড সংশোধনের জন্য আবেদন করবেন, আপনারা পুনরায় স্মার্ট কার্ড পাবেন না। অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
কেননা একজন ব্যক্তিকে ২ বার ভোটার আইডি কার্ড / স্মার্ট কার্ড প্রদান করার নিয়ম নেই। পরবর্তীতে যদি কখনো নির্বাচন কমিশন সংশোধিত স্মার্ট কার্ড প্রদানের সুযোগ চালু করে তখন স্মার্ট কার্ড পেতে পারেন।
সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড
১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে আপনাদের ভোটার আইডি কার্ড সংশোধনী আবেদনটি এপ্রুভ হলে, nidw ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এজন্য Services nidw gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
তারপরে “লগইন করুন” অপশনে আপনাদের nidw একাউন্টের পাসওয়ার্ড ও ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ইউজারনেইম দিয়ে লগইন সম্পন্ন করুন। তারপরে “profile” অপশনে প্রবেশ করে “ডাউনলোড” বাটনে ক্লিক করুন।
আপনাদের ডিভাইসে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি PDF ফাইল আকারে Save হবে। পরবর্তীতে এটিকে প্রিন্ট করে, স্মার্ট কার্ডের মত সকল নাগরিক সুবিধা উপভোগ করতে পারবেন। সংশোধিত ভোটার আইডি কার্ড ডাউনলোড সম্পর্কে বিস্তারিত জানুন।
শেষকথা
সম্মানিত পাঠকবৃন্দ আশা করি ভোটার আইডি কার্ড ঠিকানা পরিবর্তন সম্পর্কে জানতে পেরেছেন। ভোটার আইডি কার্ড সম্পর্কিত যেকোনো ধরনের তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।
ভোটার আইডি কার্ডের সম্পূর্ণ ঠিকানা পরিবর্তন করার জন্য অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে Voter Migration Form 13 ফরম পূরণ করে, উপজেলা নির্বাচন কমিশনের অফিসে জমা দিতে হবে। অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ ঠিকানা পরিবর্তন করতে পারবেন না।
FAQs
সাধারণ ক্যাটাগরিতে ভোটার আইডি কার্ড এর ঠিকানা পরিবর্তন করতে ২৩০ টাকা সংশোধন চার্জ প্রদান করতে হয়।
একটি এনআইডি কার্ড শুধুমাত্র 1 বার সংশোধন করা যাবে। তাই সংশোধনের জন্য আবেদন করার পূর্বে, সব ভুলগুলো বাছাই করে একসাথে সংশোধনের জন্য আবেদন করতে হবে।