ভোটার তথ্য nid service | ভোটার তথ্য অনুসন্ধান

অনলাইনের মাধ্যমে যাচাই করুন আপনার ভোটার তথ্য nid service ওয়েবসাইট ব্যবহার করে। বর্তমানে শুধুমাত্র nid সার্ভিস এর অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া, অন্য কোন মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন না।

পূর্বে ভূমি মন্ত্রণালয় এবং অন্যান্য ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করা যেত। কিন্তু সম্প্রতি ভোটার আইডি কার্ডের ডাটা চুরি হওয়া জনিত একটি ঘটনার কারণে এই সকল মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তাই আপনারা বর্তমানে শুধুমাত্র nid service ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভোটার তথ্য যাচাই করতে পারবেন। এই লেখাটিতে আপনার ভোটার তথ্য nid service ওয়েবসাইট এর মাধ্যমে যাচাই করার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

ভোটার তথ্য nid service ওয়েবসাইট এর মাধ্যমে যাচাই

ভোটার তথ্য যাচাইয়ের জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে username and password দিয়ে আপনার nidw অ্যাকাউন্ট লগইন করুন। তারপরে Profile অপশনে প্রবেশ করে “ডাউনলোড” বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ডের অনলাইন কপি PDF আকারে, আপনার ডিভাইসে ডাউনলোড হবে। পরবর্তীতে এটি ওপেন করে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন। অথবা এই পিডিএফ ফাইলটি প্রিন্ট করে ভোটার আইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারেন।

যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে, অথবা নুতান ভোটার আইডি কার্ড রেজিস্টার করার পরে 105 নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার দেয়া হয়েছে। আপনারাও চাইলে একই পদ্ধতি ব্যবহার করে nid service ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারেন।

ভোটার তথ্য যাচাই করতে কি কি প্রয়োজন?

আপনার যদি পূর্বে nidw অ্যাকাউন্ট করা থাকে তাহলে শুধুমাত্র একাউন্টের username ও password দিয়ে ভোটার আইডি কার্ড যাচাই করতে পারবেন। যাদের nidw একাউন্ট করা নেই, আপনারা “ভোটার আইডি কার্ড অনলাইন কপি” লেখাটি দেখে নূতন একাউন্ট তৈরি করতে পারেন।

সাধারণত যারা 2021 সালের পর থেকে অনলাইনের মাধ্যমে অথবা কম্পিউটারের দোকান থেকে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেছেন, তাদের প্রায় সকলেরই nidw অ্যাকাউন্ট করা আছে।

আপনি যদি কম্পিউটারের দোকান থেকে নতুন ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেন, তাহলে সেই দোকান থেকে nidw একাউন্টের username ও password জেনে নিবেন। সাধারণত কম্পিউটারের দোকান থেকে আবেদনের পরে username ও password জানিয়ে দেওয়া হয়।

ভোটার আইডি কার্ড যাচাই করতে শুধুমাত্র username ও password প্রয়োজন হবে। যাদের nidw অ্যাকাউন্ট নেই! তাদের প্রথমে nidw অ্যাকাউন্ট করতে হবে তারপরে ভোটার আইডি কার্ড যাচাই করতে হবে। উপরে মেনশন করা লেখাটি দেখে nidw একাউন্ট করার সম্পূর্ণ প্রসেস জেনে নিন।

নতুন nidw অ্যাকাউন্ট করতে যা যা প্রয়োজনঃ

  • ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফরম নাম্বার।
  • ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ।
  • ভোটার আইডি কার্ড অনুযায়ী ঠিকানা (বিভাগ, জেলা ও উপজেলা)
  • OTP ভেরিফিকেশন এর জন্য একটি সচল মোবাইল নাম্বার।
  • প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপস ডাউনলোড করার জন্য একটি এন্ড্রয়েড মোবাইল।
  • তারপরে আবেদনকারীর ফেইস ভেরিফিকেশন করতে হবে।

অনলাইনের মাধ্যমে ভোটার তথ্য যাচাই

অনলাইনের মাধ্যমে ভোটার তথ্য যাচাই করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে https://services.nidw.gov.bd/nid-pub/ (nid service এর অফিসিয়াল সাইট) ওয়েবসাইটটি ভিজিট করুন।

ভোটার তথ্য nid service

ওয়েবসাইটে প্রবেশ করে একটু নিচে আসলে উপরের ছবির মত একটি লগইন অপশন দেখতে পাবেন। এখানে প্রথমে আপনাদের জাতীয় পরিচয় পত্র নাম্বার অথবা ইউজার নেইম দিন। তারপরে পাসওয়ার্ড বসিয়ে, নিচের ক্যাপচাটি পূরণ করে “লগইন” বাটনে ক্লিক করুন।

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

তারপরে আপনাদের nidw অ্যাকাউন্ট লগইন হবে। এখান থেকে প্রথমে “প্রোফাইল” অপশনে প্রবেশ করুন। তারপরে “ডাউনলোড” বাটনে ক্লিক করে, NID কার্ড PDF হিসেবে ডাউনলোড করুন। পরবর্তীতে পিডিএফ ওপেন করে ভোটার তথ্য যাচাই করতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ভোটার তথ্য যাচাই

আপনারা চাইলে 105 নাম্বারে এসএমএস পাঠিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারেন। এর জন্য আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SC <space> F <space> NID/from number <space> D <space> Date of birth, তারপরে এসএমএসটি পাঠিয়ে দিন 105 নাম্বারে।

প্রথমে SC টাইপ করে স্পেস দিয়ে F টাইপ করুন। তারপরে স্পেস দিয়ে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফর্ম নাম্বার বসিয়ে, পুনরায় স্পেস দিন। এরপরে D টাইপ করে ভোটার আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ লিখুন।

জন্ম তারিখ YYYY-MM-DD ফরমেটে লিখবেন। প্রথমে বছর, তারপরে মাস এবং তারপরে দিন (1996-07-22)। ২৪ ঘন্টার ভিতরে 105 থেকে ফিরতি এসএমএসে আপনাদের ভোটার তথ্য জানিয়ে দেওয়া হবে।

ভোটার আইডি কার্ড নাম্বার জানা না থাকলে করনীয়?

যদি আপনাদের কাছে ভোটার আইডি কার্ড নাম্বার না থাকে তাহলে ফরম নাম্বার দিয়েও ভোটার তথ্য যাচাই করতে পারবেন। সাধারণত নুতন ভোটার হওয়ার পরে 105 নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে আইডি কার্ড নাম্বার জানিয়ে দেওয়া হয়।

তবে অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে 105 নাম্বার থেকে এসএমএস পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা ফরম নাম্বার দিয়ে উপরে দেখানো পদ্ধতি অনুসারে nidw ওয়েবসাইটের মাধ্যমে ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারেন এবং ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারেন।

নির্বাচন অফিস থেকে ভোটার আইডি কার্ড করলে করণীয়?

যদি আপনারা নির্বাচন অফিস থেকে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করেন। তাহলেও একই পদ্ধতিতে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফর্ম নাম্বার দিয়ে, nidw ওয়েবসাইটের মাধ্যমে ভোটার তথ্য যাচাই করতে পারবেন।

তবে নির্বাচন অফিস থেকে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করলে, nidw অ্যাকাউন্ট করা থাকে না। আপনারা উপরে ম্যানশন করা লেখাটি দেখে nidw অ্যাকাউন্ট রেজিস্টার সম্পর্কে জেনে নিবেন। পরবর্তীতে একই পদ্ধতি অবলম্বন করে আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করতে পারবেন।

অথবা আপনারা সরাসরি নির্বাচন অফিসে গিয়ে ভোটার তথ্য যাচাই করতে পারেন। এজন্য নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কর্মকর্তাকে এ সম্পর্কে অবগত করুন। কর্মকর্তা আপনার কাছে ভোটার আইডি কার্ড নাম্বার অথবা ফর্ম নাম্বার জানতে চাবে।

সঠিক তথ্য প্রদান করলে নির্বাচন কর্মকর্তা আপনার ভোটার আইডি কার্ডের তথ্য যাচাই করে দিবে। ভোটার আইডি কার্ড নাম্বার, নতুন ভোটার রেজিস্টার হওয়ার কিছুদিন পরে 105 নাম্বার থেকে জানিয়ে দেওয়া হয়।

এবং ভোটার রেজিস্টার এর জন্য ফিঙ্গারপ্রিন্ট ও ছবি প্রদান করার পরে ফরম নাম্বার দেওয়া হয়। তাই নির্বাচন অফিসে যাওয়ার পূর্বে ফরম নাম্বার অথবা ভোটার আইডি কার্ড নাম্বার সাথে নিয়ে যাবেন।

শেষকথা

সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি আপনার ভোটার তথ্য nid service ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে যাচাই করবেন এই সম্পর্কে জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ভোটার আইডি কার্ড সম্পর্কিত নতুন নতুন তথ্য প্রতিদিন আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন।

FAQs

ভোটার আইডি কার্ড নাম্বার কোথায় পাবো?

নতুন ভোটার হওয়ার জন্য রেজিস্টার করার কিছুদিন পরে, নির্বাচন অফিসের নাম্বার (105) থেকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। এছাড়াও nidw ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার জানতে পারেন।

জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে কি কি প্রয়োজন?

আপনার ভোটার আইডি কার্ড নাম্বার ও Nidw একাউন্টের পাসওয়ার্ড এবং জন্ম তারিখ দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করতে পারবেন। বর্তমানে শুধুমাত্র nidw ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র অনুসন্ধান করা যাবে।

Similar Posts

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments