নতুন ভোটার হতে কি কি লাগে 2023
নতুন ভোটার হতে কি কি লাগে বিস্তারিত জানতে পারবেন আজকের আর্টিকেল থেকে। আপনি যদি একজন পূর্ণবয়স্ক অর্থাৎ ১৮ বছর বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভোটার নিবন্ধন আবেদন করতে পারবেন।
এছাড়া নতুন ভোটার নিবন্ধন এর ক্ষেত্রে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র দরকার, এবং কিভাবে অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করবেন বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের পোস্টে। বর্তমানে প্রতিটি কাজেই ভোটার আইডি কার্ডের প্রয়োজন রয়েছে।
বিশেষ করে চাকরি থেকে শুরু করে পাসপোর্ট, ব্যাংক একাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি কাঠ তৈরি করতে আপনার NID Card প্রয়োজন হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভোটার আইডি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নতুন ভোটার হতে কি কি লাগে
প্রাথমিক অবস্থায় নতুন ভোটার আইডি কার্ড করার জন্য আপনার বেশ কিছু তথ্যের প্রয়োজন পড়ে। একজন ব্যক্তি নতুন করে ভোটার হওয়ার জন্য যেসব ডকুমেন্ট প্রয়োজন হয়। যেমনঃ
- অনলাইন জন্ম নিবন্ধন (বাধ্যতামূলক)
- পিতা-মাতার NID Card এর ফটোকপি (বাধ্যতামূলক)
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (সমাপনী,JSC/JDC/SSC/HSC যদি থাকে)
- জন্ম সনদ (বয়স প্রমাণের ক্ষেত্রে)
- নাগরিক সনদপত্র (যদি লাগে)
- ইউটিলিটি বিল এর কাগজ গ্যাস/পানি বিদ্যুৎ ইত্যাদি।
- প্রত্যয়ন পত্র (যদি থাকে)
- ট্যাক্স রশিদের/চৌকিদার রশিদ/পৌর কর/ফটোকপি।
- বিবাহিতদের ক্ষেত্রে NID Card এবং কাবিননামা প্রদান করতে হবে।
- এবং যাদের জন্ম (01-01-2004) এর পূর্বে হয়েছে তাদের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান।
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে সতর্কতা
ভোটার আইডি কার্ড রেজিস্টার করার পূর্বে আমাদের অন্যান্য ডকুমেন্টসগুলো (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, জন্ম নিবন্ধন সনদ ইত্যাদি) ভালোভাবে চেক করতে হবে। অনেক সময় আমাদের এই সকল ডকুমেন্টগুলোতে তথ্য ভুল থাকে, পরবর্তীতে ওই একই ভুল আমাদের ভোটার আইডি কার্ডে চলে আসে।
তাই ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার পূর্বে এই সকল ডকুমেন্টস গুলো ভালোভাবে চেক করে নিবেন, যদি কোন তথ্য ভুল থাকে তাহলে তথ্যটি সংশোধন করে তারপরে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করবেন।
নতুন ভোটার হওয়ার নিয়ম
অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য প্রথমে আপনাকে https://services.nidw.gov.bd/nid-pub/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে অনলাইন থেকে ভোটার নিবন্ধন আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে পারেন।
এবং আপনি যদি অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে NIDW ওয়েবসাইটে প্রবেশ করে “আবেদন করুন” বাটনে ক্লিক করে ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে নতুন ভোটার নিবন্ধন আবেদন সম্পূর্ণ করতে হবে।
অনলাইনে নতুন ভোটার নিবন্ধন প্রক্রিয়া
অনলাইনে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন করতে হলে আপনাকে যেসব কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। যেমনঃ
- NIDW ওয়েবসাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন।
- ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
- অনলাইনে আবেদন জমা দিতে হবে।
- আবেদন ফরম ভেরিফিকেশন।
- বায়োমেট্রিক তথ্য প্রদান (এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য জমা ছবি ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি প্রদান করতে হবে)
- সর্বশেষে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন।
ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড
নতুন ভোটার নিবন্ধন আবেদন সম্পূর্ণ হলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে আপনার আইডি কার্ড হয়েছে কিনা। ভোটার নিবন্ধন ভেরিফাইড হলে NIDW ওয়েবসাইটে প্রবেশ করে প্রোফাইল থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।
জাতীয় পরিচয় পত্র আবেদন করার পরে নির্বাচন কমিশন অফিসে আপনার ভোটার আইডি কার্ডের কার্যক্রম শুরু হয়ে যাবে। আবেদন সম্পূর্ণ হলে আপনি খুব সহজেই জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন। সম্মানিত পাঠক বৃন্দ আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি।