জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

বিভিন্ন সময় আমাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করার দরকার পরে।কারো সহায়তা ছাড়াই যদি আপনি নিজেই নিজের ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারেন তাহলে কেমন হয়। আজকে আমরা দেখবো কিভাবে ঘরে বসে NID Card Correction করা যায়।

আমরা বাংলাদেশের নাগরিক আর নাগরিক হিসাবে আমাদের পরিচয় হলো জাতীয় পরিচয়পত্র (NID)। ডাটা এন্ট্রি অপারেটর বা রেজিস্টারের অসাবধানতার কারণে আমাদের আইডি কার্ড এর বিভিন্ন ধরনের ভুল হয়ে থাকে যেমন: নাম, ঠিকানা ইত্যাদি।

আপনি চাইলে নির্দিষ্ট ফি দিয়ে জাতীয় পরচয়পত্র সংশোধন করতে পারবেন, তবে এটি সহজ বিষয় নয় নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন না করলে; আপনার আবেদন পত্র বাতিল করতে পারে।

তবে আর কোনো চিন্তা নেই আমরা আপনাকে জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানানো। আজকে এখান থেকে আপনি জাতীয় পরিচয়পত্রের সংশোধন নিয়ে বিস্তারিত জানতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন এর জন্য আবেদন করার আগে একটি কথা সবসময় মনে রাখবেন খুব সাবধানে আবেদন পত্র পূরণ করতে হবে। কারণ একটি কার্ড শুধুমাত্র একবার সংশোধন করতে পারবেন। চলুন জেনে নেই কিভাবে ঘরে বসে জাতীয় পরিচয়পত্র সংশোধন করবেন বিস্তারিত শুরু করা যাক।

জাতীয় পরিচয়পত্র সংশোধন অনলাইন আবেদন

NID card Correction করার জন্য প্রথমে Bangladesh NID Application system ওয়েবসাইটে প্রবেশ করে জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ প্রদান করতে হবে।

এরপরে ঠিকানা, মোবাইল নাম্বার ভেরিফাই করে NID wallet আপস দিয়ে ফেচ ভেরিফিকেসন করে প্রফাইলে প্রবেশ করে আপনার নাম, ঠিকানা, পদবি ,ইত্যাদি সংশোধন করতে পারবেন।

ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড
  • প্রথমে NID wallet নামে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
  • এবার আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইটে (Nidw bd) এই ওয়েবসাইটে যেতে হবে।
  • এখানে (রেজিষ্টার করুন) নামে একটি অপশন দেখতে, সেখানে ক্লিক করুন, এবার আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ এবং সিকিউরিটি ক্যাপচার প্রদান করে সাবমিট করুন।
  • এখন আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করুন (আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী)। ঠিকানা প্রদান করা হলে নিচে (পরবর্তী) বোতামে ক্লিক করুন।
  • এই ধাপে আপনার মোবাইল একটি এসএমএস আসবে সেটি প্রদান করতে হবে, (বার্তা পাঠান) অপশনে ক্লিক করতে হবে; কিন্তু আপনি যদি মনে করেন যে সেই ফোন নম্বরটি আপনার কাছে নেই তাহলে (মোবাইল পরিবর্তন ) বোতামে ক্লিক করে, নম্বর পরিবর্তন করতে পারবেন।
  • এসএমএস এর কোড ভেরিফিকেশন করা হলে নিচে দেখতে পাবেন NID Wallet সেখানে ক্লিক করে, পূর্বে ডাউনলোড করা NID Wallet অ্যাপ্লিকেশন সিলেক্ট করুন।
  • এবার আপনার মুখের স্কেন করুন (প্রথমে, সামনে,বামে এবং ডানে তাকান)
  • স্কেন শেষ হলে পরবর্তী ধাপ হিসেবে (প্রোফাইল) অপশন সিলেক্ট করুন এবং (এডিট) অপশন সিলেক্ট করুন।
  • এবার আপনি সেখানে ফি প্রদানের তথ্য দেখতে পাবেন, নিচের দিকে (বহাল রাখুন) অপশনে ক্লিক করুন।
  • এখন আপনি আনার প্রয়োজনীয় তথ্য (যেমন: নাম, ঠিকানা, ছবি জন্মতারিখ ইত্যাদি) সংশোধন করে, উপরে (পরবর্তী) অপশনে ক্লিক করুন।
  • আমাদের আবেদন সম্পূর্ণ হয়েছে, কিন্তু আবেদন ফি প্রদান করা হয়নি। আপনি চাইলে যেকোনো মোবাইল ব্যাংকিং থেকে আবেদন ফি প্রদান করতে পারবেন।
  • ফি প্রদান করা হলে পুনরায় আগের পেজে চলে আসুন, এবং পরবর্তী অপশনে ক্লিক করুন, আবেদনের ধরন নির্বাচন করুন, আপনি স্মার্ট কার্ড পরিবর্তন করতে চাইলে সেটি নির্বাচন করুন; যদি নরমাল কার্ড হয় তাহলে regular সিলেক্ট করুন।
  • এবার প্রয়োজনীয় ডকুমেন্ট (আপনার ইচ্ছা অনুযায়ী) নির্বাচন করুন। তথ্য প্রদান করার পর সাবমিট অপশন ক্লিক করে, অ্যাপ্লিকেশন ফরম ডউনলোড করে নিন।
  • সংশোধন হয়ে গেলে আপনার কাছে এসএমএস আসবে সেই সময়, আবেদন ফরমের সাথে আপনার পুরাতন আইডি কার্ড নিয়ে অফিস থেকে নতুন আইডি কার্ড সংগ্রহ করতে হবে।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার নিয়ম

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি জমা দেওয়ার জন্য আপনার মোবাইল ব্যাংকিং থাকতে হবে এমন কোনো বাধ্যাধকতা নেই, আপনি চাইলে যেকোনো দোকান থেকে এই ফি প্রদান করতে পারবেন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি তালিকা

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি অনলাইনে বা ব্যাংকে গিয়ে দিতে পারবেন। একটা কথা মনে রাখতে হবে, আবেদন ফি প্রতিনিয়ত পরিবর্তন করা হয়। তাই যেকোনো সময় এটি পরিবর্তন হতে পারে।

  • প্রথম বার সংশোধনের জন্য :ফি-২০০/-, ভ্যাট-৩০/- টাকা (চার্জ প্রযোজ্য)।
  • দ্বিতীয় বার সংশোধনের জন্য :ফি-৩০০/-, ভ্যাট-৪৫/- টাকা (চার্জ প্রযোজ্য)।
  • পরবর্তীতে যেকোনো সময় :ফি-৫০০/-, ভ্যাট-৭৫/- টাকা (চার্জ প্রযোজ্য)।

জাতীয় পরিচয়পত্র সংশোধন ফি বিকাশ

  1. প্রথমে বিকাশ অ্যাপ এ লগইন করে, পে-বিল অপশনে ক্লিক করুন।
  2. এবার একটু নিচের দিকে এসে দেখতে পাবেন (NID Service) অথবা সার্চ বক্সে লিখুন NID Service তাহলেই চলে আসবে, সেখানে ক্লিক করুন।
  3. এখন আবেদনের ধরন নির্বাচন করুন, যেহেতু আমরা NID সংশোধন এর ফি প্রদান করব; তাই (NID info correction) অপশন সিলেক্ট করে, আপনার আইডি কার্ড এর নম্বর প্রদান করুন।
  4. পে-বিল করতে এগিয়ে যান অপশনে ক্লিক করুন, জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধন করতে ২৩০ টাকা লাগবে সেটি দেখাবে; সব শেষে আপনার বিকাশ পাসওয়ার্ড দিন।

জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে প্রয়োজনীয় কাগজপত্র

জাতীয় পরিচয়পত্র বা NID এর যে অংশ পরিবর্তন করতে চান সেই অংশের উপর নির্ভর করে আপনার কি কি কাগজপত্র লাগবে। বিস্তারিত নিচে বর্ণনা করা হয়েছে

জাতীয় পরিচয় পত্র নাম সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • যেকোনো বোর্ড পরীক্ষার সনদ বা অ্যাডমিট কার্ড (প্রয়োজনে)
  • পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নিকাহ্ নামা/ এমপিওসিট/সার্ভিস বহি (যেকোনো একটি প্রয়োজনে)
  • চাকুরীজীবিদের ক্ষেত্রে অফিস প্রধানের প্রত্যয়ন।

জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তন করতে যেসব কাগজপত্র লাগবে

  • অনলাইন  জন্ম নিবন্ধন সনদ।
  • যেকোনো বোর্ড পরীক্ষার সনদ বা অ্যাডমিট কার্ড।
  • জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট।
  • পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (যেকোনো একটি প্রয়োজনে)
  • পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ বা প্রত্যয়নপত্র।
  • জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য।

জাতীয় পরিচয় পত্রে জন্ম তারিখ সংশোধন করতে যেসব কাগজপত্র লাগবে

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ।
  • যেকোনো বোর্ড পরীক্ষার সনদ বা অ্যাডমিট কার্ড।
  • জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেফিট।
  • পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নিকাহ্ নামা/এমপিওসিট/সার্ভিস বহি (যেকোনো একটি প্রয়োজনে)
  • পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • পিতার সকল সন্তানদের জন্মের ক্রম অনুযায়ী নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ পূর্বক ওয়ারিশন সনদ বা প্রত্যয়নপত্র।
  • জাতীয় পরিচয়পত্রে নাম পরিবর্তনের কারণ সর্ম্পকে আবেদনকারীর লিখিত বক্তব্য।

Similar Posts

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments