ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে

একজন নাগরিকের জন্য ভোটার আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস। ভোটার আইডি কার্ডের জন্য বায়োমেট্রিক প্রদান ও ছবি তোলার পরে ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে তা জানতে ইচ্ছে করে। এছাড়াও ভোটার আইডি কার্ড সংগ্রহের জন্য জানা প্রয়োজন।

এই লেখাটিতে আলোচনা করা হবে ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে এবং কিভাবে ভোটার আইডি কার্ড পাবেন, এর সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে। আশা করি এই লেখাটি সম্পূর্ণ দেখার পরে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার কতদিন পরে ভোটার আইডি কার্ড পাবেন এই সম্পর্কে জানতে পারবেন।

ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে

সাধারণত ভোটার নিবন্ধনের পরে বায়োমেট্রিক ও ছবি প্রদানের ৩০ দিনের মধ্যে ভোটার আইডি কার্ড প্রদান করা হয়। তবে নির্বাচন কমিশনের সুবিধা ও অসুবিধা অনুযায়ী ৩০ দিনের বেশি সময় প্রয়োজন হতে পারে।

সাধারণত ভোটার নিবন্ধন করার পরে, নির্বাচন অফিসের নির্ধারিত জায়গায় উপস্থিত হয়ে ছবি ও বায়োমেট্রিক প্রদানের ৩০ দিনের মধ্যে ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার জানিয়ে দেয়া হবে।

তবে যাদের বয়স ১৬ বছরের নিচে, কিন্তু এলাকাভিত্তিক ভোটার নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করে ভোটার নিবন্ধন হওয়ার জন্য তথ্য প্রদান করেছেন। আপনাদের বয়স ১৮ বছর কমপ্লিট হওয়ার পরে ভোটার আইডি কার্ড পাবেন।

এছাড়াও যাদের বয়স ১৮ বছরের বেশি,  এলাকাভিত্তিক ভোটার কার্যক্রমে অংশগ্রহণ করে ভোটার নিবন্ধন হয়েছেন আপনাদের ১০৫ নাম্বার থেকে এসএমএস আসতে একটু দেরি হবে। কেননা এই পদ্ধতিতে অনেক তথ্য সংগ্রহ করা হয়, যেগুলো নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড দিতে অনেক সময়ের প্রয়োজন হয়।

তবে আপনি যদি উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে সরাসরি ভোটার নিবন্ধন করেন তাহলে আশা করি ৩০ দিনের মধ্যে ১০৫ নাম্বার থেকে এসএমএস পেয়ে যাবেন। এবং উক্ত এসএমএস এ আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বার দেয়া থাকবে। এরপরে nidw ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

এনআইডি কার্ড পাওয়ার উপায়

এলাকাভিত্তিক ভোটার কার্যক্রমে অংশগ্রহণ করে অথবা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার নিবন্ধন হওয়ার পরে ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়।। এই সময়ে আমাদের অনেকের ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়।

সাধারণত একজন নাগরিকের বয়স ১৮ বছরের বেশি হলে ছোট বড় বিভিন্ন কাজে ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। তাই আপনারা চাইলে অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। এবং ওই অনলাইন কপি দ্বারা যাবতীয় সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

ভোটার নিবন্ধনের পরে বায়োমেটিক্স ও ছবি দেয়ার কিছুদিন পরে ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে ভোটার আইডি কার্ডের নাম্বার জানিয়ে দেয়া হবে। এরপরে আপনারা nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন।

  • Nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট করার জন্য https://services.nidw.gov.bd/nid-pub/ এই লিংকে ভিজিট করুন।
  • পূর্বে একাউন্ট করা থাকলে লগইন করে নিন।
  • নতুন nidw একাউন্ট করার জন্য “রেজিস্টার” বাটনে ক্লিক করুন।
  • এরপরে ১০৫ নাম্বার থেকে এসএমএসে পাওয়া ভোটার আইডি কার্ড নাম্বার ও জন্মতারিখ বসিয়ে দিন।
  • নিচে থাকা ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করুন।
  • তারপরে আপনার মোবাইল নাম্বার বসিয়ে, ওটিপি ভেরিফিকেশন কমপ্লিট করুন।
  • এরপরে গুগল প্লেস্টোর থেকে “Nid Wallet” অ্যাপসটি ডাউনলোড করে QR স্ক্যান করুন।
  • এনআইডি ওয়ালেট অ্যাপস এর মাধ্যমে ফেস ভেরিফিকেশন কমপ্লিট করুন।
  • একটি স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দিন।
  • এরপরে পুনরায় একাউন্ট লগইন করে প্রোফাইল অপশনে প্রবেশ করে “ডাউনলোড” বাটনে ক্লিক করুন।

ভোটার এসএমএস না আসলে কি করবেন

ভোটার নিবন্ধনের পরে অনেকদিন হয়ে গেছে, আপনার সাথে যারা নিবন্ধন করেছে তারা ভোটার আইডি কার্ড পেয়েছে কিংবা এসএমএস পেয়েছে, কিন্তু আপনি এখনো ১০৫ নাম্বার থেকে কোন ধরনের এসএমএস পাননি।

অনেক সময় নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে এসএমএস পাওয়া যায় না। এক্ষেত্রে আপনারা প্রথমে nidw ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস চেক করতে পারেন। nidw ওয়েবসাইটে ফরম নাম্বার দিয়ে একাউন্ট রেজিস্টার করবেন।

উপরে nidw একাউন্ট রেজিস্টার ও ভোটার আইডি কার্ড ডাউনলোডের পদ্ধতি জানানো হয়েছে। ওই পদ্ধতি অনুসরণ করবেন শুধুমাত্র ভোটার আইডি কার্ড নাম্বার এর জায়গায় আপনার কাছে থাকা ফর্ম বা স্লিপ নাম্বার বসিয়ে দিবেন।

এরপরেও যদি ভোটার আইডি কার্ডের স্ট্যাটাস না জানতে পারেন তাহলে সরাসরি উপজেলা নির্বাচন অফিসে চলে যান। সেখানে গিয়ে Help Desk-এ যোগাযোগ করলে আপনার এই সমস্যার সমাধান জানিয়ে দেয়া হবে।

সম্মানিত পাঠ্যবৃন্দ, আশা করি ভোটার আইডি কার্ড পেতে কতদিন লাগে এই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পেরেছেন। উপজেলা নির্বাচন অফিস থেকে ভোটার হওয়ার জন্য আবেদন করলে আশা করা যায় ৩০ দিনের মধ্যে এসএমএস পেয়ে যাবেন।

তবে স্মার্ট কার্ড কবে হাতে পাবেন এটা সঠিকভাবে বলা সম্ভব নয়। ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে যেই আইডি কার্ড নাম্বার দেয়া হবে, তা ব্যবহার করে nidw ওয়েবসাইট থেকে ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করে এটি আপনার যাবতীয় সকল কাজে স্মার্ট কার্ডের মত ব্যবহার করতে পারবেন।

Similar Posts

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments