Smart Card Status Check | স্মার্ট কার্ড চেক অনলাইন

পূর্বে ভোটার হয়েছেন তবে এখনো স্মার্ট কার্ড পাননি? তাহলে খুব সহজে অনলাইনে Smart Card Status Check করে জেনে নিতে পারেন আপনার স্মার্ট কার্ড কবে হাতে পাবেন।

এখন ঘরে বসেই কারো সহায়তা ছাড়াই নিজেই নিজের NID Card অথবা Smart Card হয়েছে কিনা অনলাইনে খুব সহজেই জানতে পারবেন।এছাড়াও ঘরে বসে মোবাইলের মাধ্যমে খুব সহজেই এসএমএস করে আপনার এন আই ডি স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

Smart Card Status Check

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার জন্য ভিজিট করুন https://services.nidw.gov.bd/nid-pub/card-status এই ওয়েবসাইটে। এরপরে এখানে জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্ম তারিখ, এবং ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে জানতে পারবেন আপনার NID Smart card কোন অবস্থায় রয়েছে।

স্মার্ট কার্ড চেক করতে যা দরকার

Smart Card Check করার জন্য আপনার দুটি তথ্য প্রয়োজন হবে। যেমনঃ

  • জাতীয় পরিচয় পত্র নম্বর/ফর্ম নম্বর
  • সঠিক জন্ম তারিখ (DD MM YYYY এই ফরমেটে)

আপনি অনলাইন অথবা অফলাইনে যেকোন মাধ্যমে স্মার্ট কার্ডের স্ট্যাটাস সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে উপরোক্ত তথ্যগুলো দিতে হবে।

স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অনলাইন

অনলাইনে Smart  Card Check করার জন্য প্রবেশ করুন services.nidw.gov.bd/nid-pub এই লিংকে। আপনার কাছে থাকা জাতীয় পরিচয় পত্র নম্বর ফরম নম্বর এবং সঠিক জন্ম তারিখ লিখে ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করতে পারবেন।

Smart Card Status Check | স্মার্ট কার্ড চেক অনলাইন

অনলাইনে স্মার্ট কার্ড চেক করার প্রক্রিয়া

  • প্রথমে ভিজিট করুন NIDW ওয়েব সাইটে। অথবা এখানে (Nidw) ক্লিক করুন।
  • এরপরে NID Card নাম্বার/ফরম নম্বর ভালোভাবে লিখুন।
  • এবং সঠিকভাবে জন্মতারিখ লিখন( DD MM YYYY এই ফরমেটে)
  • এরপরে ছবিতে প্রদর্শিত ক্যাপচা কোডটি নিচের খালি ঘরে লিখুন।
  • সবশেষে সাবমিট বাটনে ক্লিক করে আপনার স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করে নিন।

SMS এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এসএমএস করে খুব সহজে স্মার্ট কার্ড এর বর্তমান অবস্থা সম্পর্কে জানা যায়। এসএমএস এর মাধ্যমে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন SC< স্পেস>NID< স্পেস>NID No এবং সেন্ট করুন ১০৫ এই নাম্বারে।

কিছু সময়ের ভিতরে 105 থেকে ফিরতে এসএমএসে আপনাকে জানিয়ে দেয়া হবে আপনার স্মার্ট কার্ড সম্পর্কে।

NID নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক

এনআইডি কার্ড নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SC <Space>NID<space>NID No<Space> এবং এসএমএসটি সেন্ট করুন ১০৫ নাম্বারে।

Example: SC NID 54674667465

ফর্ম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড চেক

ফরম নাম্বার দিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করা খুবই সহজ। উপরে এনআইডি নাম্বার দিয়ে যেভাবে আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাস যাচাই করেছি ঠিক সেইম পদ্ধতিতে আমরা ফরম নাম্বার দিয়ে আমাদের স্মার্ট কার্ড চেক করতে পারবেন।

সম্মানিত পাঠক বৃন্দ আশাকরি অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন এবং মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কেও জানতে পেরেছেন। আজকের লেখাটি এখানেই সমাপ্ত ঘোষণা করেছি।

FAQS

স্মার্ট কার্ড কবে পাবো?

যেহেতু স্মার্ট কার্ড একটি ব্যয়বহুল প্রকল্প তাই সঠিকভাবে বলা যাচ্ছে না স্মার্ট কার্ড কবে পাবেন।

একটি স্মার্ট কার্ড কতবার সংশোধন করা যায়?

স্মার্ট কার্ডের তথ্য শুধুমাত্র একবার সংশোধন করা যাবে। এবং উক্ত তথ্য যুক্তিযুক্ত না হলে কোন সংশোধন গ্রহণযোগ্য হবে না।

স্মার্ট কার্ড হারিয়ে গেলে করণীয় কি?

অনলাইনে পুনরায় রি-ইস্যু জন্য আবেদন করতে হবে আবেদন অনুমোদিত হলে আপনার মোবাইলে একটি এসএমএস পাঠানো হবে এবং পরবর্তীতে আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে পারবেন।

Similar Posts

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments